হোম > সারা দেশ > নোয়াখালী

‘কোমরপানিতে’ মিলল নিখোঁজ ব্যক্তির লাশ

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাও ইউনিয়নে নিখোঁজের দুদিন পর কামরুল হুদা (৪০) নামের এক ব্যক্তির লাশ পানি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি পুকুরে লাশটি পাওয়া যায়।

নিহত কামরুল হুদা মোল্লাপাড়া গ্রামের সামছুল হক মোল্লা বাড়ির মৃত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামরুল হুদার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ২০ জুন কামরুল হুদা সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন নিকটাত্মীয়-স্বজনের বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গতকাল শনিবার রাতে তাঁর মা মফিজা খাতুন সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

আজ রোববার বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পার্শ্ববর্তী একটি খেতের মধ্যে কামরুল হুদার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেখানে সর্বোচ্চ কোমর পরিমাণ পানি হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির