হোম > সারা দেশ > নোয়াখালী

‘কোমরপানিতে’ মিলল নিখোঁজ ব্যক্তির লাশ

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাও ইউনিয়নে নিখোঁজের দুদিন পর কামরুল হুদা (৪০) নামের এক ব্যক্তির লাশ পানি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি পুকুরে লাশটি পাওয়া যায়।

নিহত কামরুল হুদা মোল্লাপাড়া গ্রামের সামছুল হক মোল্লা বাড়ির মৃত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামরুল হুদার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ২০ জুন কামরুল হুদা সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন নিকটাত্মীয়-স্বজনের বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গতকাল শনিবার রাতে তাঁর মা মফিজা খাতুন সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

আজ রোববার বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পার্শ্ববর্তী একটি খেতের মধ্যে কামরুল হুদার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেখানে সর্বোচ্চ কোমর পরিমাণ পানি হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ