হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মো. জমির উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার বরুমছড়া সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

নিহত জমির উদ্দিন বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ বটতলা এলাকার বহদ্দার বাড়ির জেবল হোসেনের ছেলে। তিনি কেইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জমির উদ্দিন। পথিমধ্যে বরুমছড়া সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে যায় এবং অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুত্ব আহত হন জমির। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে  চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাঁশখালী থেকে ট্রাকে করে পানিযুক্ত অপরিশোধিত লবণ আনা হয়। ওই সব লবণের ঝরে পড়া পানি বরুমছড়া সড়ক পিচ্ছিল করে তুলছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মূলত লবণের পানিতে মৃত্যুকূপে পরিণত হয়েছে সড়কটি। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও তা বন্ধে প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

নিহতের চাচা সাহাব উদ্দিন বলেন, গতকাল জমির ও দুই আত্মীয় মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বরুমছড়া সড়কে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। আজ ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে জব্দ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়