কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কায় পিকআপচালক মোহাম্মদ ইলিয়াছ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত দুজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-৯১৪৬) একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। তাতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপচালক মোহাম্মদ ইলিয়াছ নিহত হন। এ সময় অপর দুই ব্যক্তি আহত হন।
আহত দুজনকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ও লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।