হোম > সারা দেশ > নোয়াখালী

বিএনপি নেতার ছেলের হামলার ঘটনায় মামলা, আশ্রয়দাতাও আসামি

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরীর নেতৃত্বে হামলা চালানো হয়। কুপিয়ে ঘর তছনছ করা হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতার ছেলে ও তাঁর অনুসারীদের হামলার পর মামলা হয় ভুক্তভোগীদের বিরুদ্ধেই। এমনকি যাঁরা আশ্রয় দিয়েছিলেন, মামলায় তাঁদেরও আসামি করা হয়েছে। প্রাণভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বুড়িরচরের ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের সেলিম উদ্দিন ও তাঁর ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৩ জুন বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে বিএনপির স্থানীয় সাবেক নেতা নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী অংশ নেন এবং সংঘর্ষের একপর্যায়ে চোয়ালে আঘাত পান।

পরে ইসলামিয়া বাজার থেকে লোক এনে সেলিমের পরিবারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় জ্ঞান হারান সেলিমের স্ত্রী মরিয়ম বেগম। তাঁকে পাশের এক বাড়িতে আশ্রয় নেওয়া হলে সেখানে গিয়েও হামলা চালানো হয়। কুপিয়ে ঘর তছনছ করা হয়। এরপর কেউ আর আশ্রয় দিতে সাহস পায়নি। বাধ্য হয়ে বড় মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নেন সেলিম ও তাঁর পরিবারের সদস্যরা।

ঘটনার একটি ৫২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে হৃদয় চৌধুরীকে দা হাতে হামলায় অংশ নিতে দেখা যায়। অনেকে তখন তাঁকে শান্ত করতে চেষ্টা করেন।

সেলিম উদ্দিন বলেন, ‘ভাতিজাদের সঙ্গে আমাদের পুরোনো বিরোধ। ঘটনার দিন হৃদয় হঠাৎ এসে আমাদের ওপর হামলা চালায়। আমার স্ত্রীসহ কয়েকজন আহত হন। এখন আমরা এলাকায় ফিরতে পারছি না। অথচ হামলাকারী পক্ষই আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আশ্রয় দেওয়া লোকজনও মামলার আসামি।’

এ বিষয়ে সাবেক বিএনপি নেতা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি কোনো হামলায় জড়িত নই। ওরা নিজেরাই ঘর কুপিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’ ভিডিওতে তাঁর ছেলেকে হামলায় অংশ নিতে দেখা গেছে—এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, ‘উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ