হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্রেপ্তার চিকিৎসকদের ২ দিনের মধ্যে মুক্তির দাবি

নোয়াখালী প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার চিকিৎসকদের নিঃশর্ত মুক্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকেরা। এ সময় সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ঘটনাসহ সারা দেশে একের পর এক চিকিৎসক নিগ্রহ, নির্যাতন বন্ধ ও নিরাপদ কর্মস্থল তৈরির দাবি জানানো হয়।

আজ রোববার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান গেটে অবস্থান নিয়ে জেলার চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সংগঠনের বাইরেও বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা অংশগ্রহণ করেন। এ সময় গ্রেপ্তার চিকিৎসকদের দুই দিনের মধ্যে মুক্তির দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ কামরুল হোসেন, গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুন নাহার, নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রাজিব আহমেদ চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এমরান হোসেন সোহেল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, গ্রেপ্তার চিকিৎসকদের আগামী দুই দিনের মধ্যে মুক্তি না দিলে প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসকদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ