হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক ছাত্রীর প্রেমে ২ সহপাঠী, সংঘাতে জড়াল ছাত্রলীগের কর্মীরাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সরকারি কলেজে এক ছাত্রীকে পছন্দ করতেন দুই সহপাঠী। এ নিয়ে ওই দুজনের মধ্যে দেখা দেয় বিরোধের। আজ মঙ্গলবার সেই বিরোধ রূপ নিল সংঘাতে। আর দুই ছাত্রের হয়ে মারামারিতে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা।

আজ বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে মারামারি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে দুই সহপাঠী পছন্দ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিকেলে আমরা বসে দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটিয়েও দিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের মধ্যে আবারও কেন জানি ঝামেলা হলো।’ 

কলেজের শিক্ষার্থীর কাছ থেকে জানা গেছে, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পছন্দ করত একই কলেজের দ্বাদশ শ্রেণির দুজন ছাত্র। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পরে ওই দুই ছাত্র নিজের মধ্যে বিরোধে জড়ায়। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েকবার কথা-কাটাকাটিও হয়েছিল। এ ঘটনা নিয়ে আজ সকালে এসে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ ওই দুই ছাত্রের হয়ে মারামারিতে অংশ নেয়। দুই দফা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস এলাকায়। পরে কলেজের জ্যেষ্ঠ নেতারা এসে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি