হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিরোধ মেটানোর কথা বলে ডেকে নিয়ে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বন্দর এলাকায় বিরোধ মেটানোর কথা বলে ডেকে নিয়ে ভাঙারি ব্যবসায়ী মুসলিম উদ্দিনকে (৪৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে বন্দর থানার মধ্যম হালিশহরের মাইজপাড়া নিশ্চিন্তপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। খুনের শিকার মুসলিম বন্দরের মাইজপাড়ার মো. মিয়ার ছেলে।

এ ঘটনায় গতকাল সোমবার বন্দর থানায় মো. মিজান ও আমির হোসেন নামের দুজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। তাঁদের মধ্যে আমির হোসেন ভাঙারি ব্যবসায়ী। ঘটনার পর দুজনই পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ভাঙারি মালামাল বেচা-কেনা নিয়ে প্রথমে মুসলিম ও মিজানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সমঝোতার কথা বলে মুসলিমকে নিশ্চিন্তপুর এলাকায় ডেকে আনা হয়। সেখানে কথা বলার একপর্যায়ে মুসলিমকে ছুরিকাঘাত করেন মিজান। এ সময় মিজানের সঙ্গে ছিলেন আমির হোসেন নামের আরেক ভাঙারি ব্যবসায়ী।

ওসি আরও বলেন, নিহতের স্ত্রী মামলা করার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২