হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১০তলা ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে দশতলা ভবন থেকে নিচে পড়ে এক স্কুলছাত্রী মারা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের চন্দনপুরা পশ্চিম গলির ‘নেপচুন টাওয়ার’ থেকে পড়ে ওই শিক্ষার্থী মারা যায়। 

নিহত ওই শিক্ষার্থীর নাম মোনাম সামাদ তাহমীন (১৫)। সে মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। বাবার নাম হায়দার আলী। নিজের মালিকানাধীন ওই ভবনের দশতলায় তিন মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করতেন। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ খবর পেয়ে মোনাম সামাদ তাহমীন নামে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ ওসি বলেন, ‘এই ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে কোনো অসংগতি দেখা দিলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওই স্কুলছাত্রীর বাবা হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে আমি আগ্রাবাদ এলাকায় কর্মস্থলে চলে যাই। স্কুলে যাওয়ায় সময় আমার কাছ থেকে ৫০ টাকা গাড়ি ভাড়াও নিয়েছিল সে। এর আগে আমার স্ত্রী ছোট মেয়েকে অন্য একটি স্কুলে পৌঁছে দিতে যায়। সকাল ১০টার দিকে খবর পাই আমার মেয়ে ভবন থেকে পড়ে গেছে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত