হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১০তলা ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে দশতলা ভবন থেকে নিচে পড়ে এক স্কুলছাত্রী মারা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের চন্দনপুরা পশ্চিম গলির ‘নেপচুন টাওয়ার’ থেকে পড়ে ওই শিক্ষার্থী মারা যায়। 

নিহত ওই শিক্ষার্থীর নাম মোনাম সামাদ তাহমীন (১৫)। সে মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। বাবার নাম হায়দার আলী। নিজের মালিকানাধীন ওই ভবনের দশতলায় তিন মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করতেন। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ খবর পেয়ে মোনাম সামাদ তাহমীন নামে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ ওসি বলেন, ‘এই ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে কোনো অসংগতি দেখা দিলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওই স্কুলছাত্রীর বাবা হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে আমি আগ্রাবাদ এলাকায় কর্মস্থলে চলে যাই। স্কুলে যাওয়ায় সময় আমার কাছ থেকে ৫০ টাকা গাড়ি ভাড়াও নিয়েছিল সে। এর আগে আমার স্ত্রী ছোট মেয়েকে অন্য একটি স্কুলে পৌঁছে দিতে যায়। সকাল ১০টার দিকে খবর পাই আমার মেয়ে ভবন থেকে পড়ে গেছে।’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২