হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে রিকশা ছিনতাই করে চালককে হত্যা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে খাল থেকে দুলাল হাওলাদার (৬৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রিকশাচালক দুলাল ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, দুলাল তাঁর স্ত্রী, স্বজনদের নিয়ে শহরের গুনরাজদী এলাকার ভাড়া থাকতেন। স্থানীয় গ্রাম পুলিশ কুদ্দুস সকাল সাড়ে ৭টায় খালে মরদেহটি দেখতে পেয়ে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশকে জানায়।

নিহতের স্বজনেরা জানান, গতকাল বুধবার রাত ১০টার সময় দুলাল তাঁর রিকশা নিয়ে বেড়িয়ে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রিকশাটি নিয়ে পালিয়ে যায় বলে ধারণা তাঁদের।

ঘটনাস্থল পরিদর্শনে আসা মডেল তানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে মৃত ব্যক্তির স্ত্রী কোহিনুর বেগম ও ছেলে নাহিদ হোসেন চাঁদপুর সদর মডেল থানায় এসে মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 
 
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত জানান, রিকশাচালকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ