হোম > সারা দেশ > নোয়াখালী

শিপমেন্টের গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক থেকে বন্দরগামী ১ হাজার ৫৬৪ কার্টন গার্মেন্টস পণ্যসহ কাভার্ড ভ্যান চুরির একদিনের মাথায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তা উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক থেকে বন্দরগামী ১ হাজার ৫৬৪ কার্টন গার্মেন্টস পণ্যসহ কাভার্ড ভ্যান চুরির এক দিনের মাথায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাজারে পড়ে থাকা কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে বেগমগঞ্জের চৌমুহনী বাজারের হাজী আলম মার্কেটের একটি গুদাম থেকে কার্টনভর্তি পণ্যগুলো উদ্ধার করা হয়। পুলিশ কার্টনভর্তি পণ্যগুলো উদ্ধারের পাশাপাশি চুরির ঘটনায় জড়িত গুদামমালিক মো. জামাল ও কাভার্ড ভ্যানচালক রাকিবকে গ্রেপ্তার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ঢাকা থেকে বিডিএস লজিস্টিকের ১ হাজার ৫৬৪ কার্টন গার্মেন্টস পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বন্দরে শিপমেন্টের জন্য ছেড়ে আসে। ভোররাতে গাড়িটি সীতাকুণ্ডের কেডিএস লজিস্টিক এলাকা অতিক্রমকালে একদল চোরাই চক্রের সদস্য পণ্যসহ কাভার্ড ভ্যানটি লুট করে নিয়ে যায়। পণ্যসহ কাভার্ড ভ্যান চুরির বিষয়টি গতকাল বিকেলে মালিক পক্ষ জানতে পেরে সীতাকুণ্ড থানার শরণাপন্ন হন। মহাসড়ক থেকে তাঁদের পণ্যবাহী কাভার্ড ভ্যান চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

পুলিশ পরিদর্শক আরও জানান, অভিযোগ পেয়ে প্রযুক্তির সহায়তায় নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি মার্কেটে অভিযান চালানো হয়। অভিযান কালে মার্কেটের ব্যবসায়ী জামালের গুদাম থেকে চুরি হওয়া ১ হাজার ৫৬৪ কার্টন গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়। একই সময়ে ফেনী স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১১-৭৬৭৬) উদ্ধার করা হয়।

মো. আলমগীর জানান, অভিযানকালে বেগমগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষের সহায়তায় গুদামমালিক ও কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়। পণ্যবাহী কাভার্ড ভ্যান চুরির মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু