হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত, চালকসহ আহত চার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় সুজন কুমার দেব (৫৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটো চালকসহ চারজন। 

আজ সোমবার ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুজন পাশের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট সিংহরিয়া গ্রামের মরিন্দ্র কুমার দেবের ছেলে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সরোয়ার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

আহতেরা হলেন জহির উদ্দীন (২৮), মোহাম্মদ মানিক (২৪), লাকি আক্তার (৪৮) ও মো. শহিদ (৩৮)। আহতেরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নেন। তবে প্রথম দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে ফটিকছড়ি থেকে অটোরিকশা যাত্রী নিয়ে হাটহাজারী দিকে আসছিল। পথে মির্জাপুর ইউনিয়নের ওই স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটোরিকশা আরোহী সুজন কুমার দেব মারা যান। 

হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা