হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তে ‘চোরাই গরু’ আনতে গিয়ে যুবক খুন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তে মিসবাহ উদ্দিন (২২) নামের এক যুবক খুন হয়েছেন। ‘চোরাই গরু’ আনতে গিয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ধঅরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, গরু আনাকে কেন্দ্র করে দুর্গম পাহাড়ে একই এলাকার গিয়াস উদ্দীনের সঙ্গে মিসবাহর মারামারি হয়। মারামারিতে মিসবাহ নিহত হন।

আহত হন গিয়াস। তাঁকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিসবাহ উদ্দিনের বাড়ি নয়াপাড়া ইউনিয়নের ইছহাক কারবারি পাড়ায়। আহত গিয়াস উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের ইছহাক সর্দার পাড়ায়। তবে নিহতের সহকর্মীরা জানান, মিসবাহকে খুন করা হয়নি। তার শরীরে গাছ পড়ে সে মারা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মিসবাহ উদ্দিন আলীকদম বাজারে সবজি বিক্রি করত। গতকাল শুক্রবার দুপুরে কুরুকপাতা ইউনিয়নের দুর্গম অঞ্চল ধঅরি পাড়ায় মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু রিসিভ করতে যান স্থানীয় এক গরু চোরাই কারবারির শ্রমিক হিসেবে। পরে সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয়।

আলীকদম উপজেলার নয়াপাড়ার ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ও আহত দুই যুবক সীমান্ত এলাকা থেকে চোরাই গরু আনতে গিয়েছিল। পরে দুজনের মধ্যে গরু নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন সংঘর্ষে জড়ালে একজন নিহত হয় এবং অন্যজন আহত হয় বলে ধারণা করা হচ্ছে।’

নিহত শ্রমিকের সহকর্মী বদি আলম বলেন, ‘মিসবাহ উদ্দিন গাছ পরে মারা গেছে। পাহাড়ি পথ দিয়ে আসার পথে চারটি গরু খাদে পড়ে যায়। এ সময় গরুগুলো উদ্ধার করতে গেলে শুকনো গাছ পরে মিসবাহ উদ্দিন ও গিয়াস উদ্দিন আহত হন। পরে তাদের নৌকা যোগে আনার সময় নৌকাতে মিসবাহ উদ্দিন মারা যায়।’

নিহতের বাবা মহিউদ্দিন বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। গাছ পড়লে শরীরের এক পাশ থেঁতলে যাবে। কিন্তু আমার ছেলের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমার ছেলেকে যারা এসেছে তাদের কথাবার্তা সন্দেহজনক।’

আলীকদম থানার ওসি নাছির উদ্দিন বলেন, ‘একজনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই গরু ব্যবসার সঙ্গে জড়িত বলে শুনেছি।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল