হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান খাদে, চালক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে এর চালক মো. লোকমান (৪০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা কাজীপাড়া ব্রিজ-সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. লোকমান চাঁদপুর জেলার মতলব থানার আইঠাদি মাথাভাঙ্গা এলাকার মোজাম্মেলের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, ঢাকার দিকে যাওয়া ওই কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। কুমিরা কাজীপাড়া ব্রিজ এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে গাড়িটি। এ সময় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন চালক লোকমান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসার আগেই ওই কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। তাঁর মাথা থেঁতলে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া খাদে উল্টে পড়া কাভার্ড ভ্যানটি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত