হোম > সারা দেশ > কুমিল্লা

১০০ টাকার ভাগ নিয়ে সহকর্মীকে খুন, একজনের যাবজ্জীবন কারাদণ্ড

 কুমিল্লা প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লায় ফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) বিল্লাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রাব্বী হোসেন (২২) সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিশের ১০০ টাকার ভাগ নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত কাজী মারুফের হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মারুফের মা মোসা. মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে আসামি করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আদালতে রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে একমাত্র আসামি রাব্বীই মারুফকে হত্যা করেছেন। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামি রাব্বীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী