হোম > সারা দেশ > কুমিল্লা

ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের চাপায় মো. আরিফুল ইসলাম (১৮) ও ইমন মিয়া (১৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন চন্দ্র দাস নামের আরও এক আরোহী আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত জীবন চন্দ্র দাসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত আরিফুল ইসলাম ও আহত জীবন চন্দ্র দাস চলতি বছরে দেবিদ্বার উপজেলার মোগসাইর এগারগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করে এবং ইমন একই স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত। মো. আরিফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়চো গ্রামের এবং ইমন মিয়া দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পোমকাড়া গ্রামের বাসিন্দা। আহত জীবন চন্দ্র দাস মোগসাইর গ্রামের দুলাল চন্দ্র দাসের ছেলে। 

এ নিয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ মারা গেছেন। অপর দুজনকে আহত অবস্থায় কুমিল্লা নেওয়ার পথে ইমন মিয়া নামে আরও একজন মারা যান। ট্রাকসহ চালক সুলেমান মিয়াকে আটক করা হয়েছে। দুজনের মরদেহ মিরপুর হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত