হোম > সারা দেশ > কুমিল্লা

ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের চাপায় মো. আরিফুল ইসলাম (১৮) ও ইমন মিয়া (১৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন চন্দ্র দাস নামের আরও এক আরোহী আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত জীবন চন্দ্র দাসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত আরিফুল ইসলাম ও আহত জীবন চন্দ্র দাস চলতি বছরে দেবিদ্বার উপজেলার মোগসাইর এগারগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করে এবং ইমন একই স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত। মো. আরিফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়চো গ্রামের এবং ইমন মিয়া দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পোমকাড়া গ্রামের বাসিন্দা। আহত জীবন চন্দ্র দাস মোগসাইর গ্রামের দুলাল চন্দ্র দাসের ছেলে। 

এ নিয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ মারা গেছেন। অপর দুজনকে আহত অবস্থায় কুমিল্লা নেওয়ার পথে ইমন মিয়া নামে আরও একজন মারা যান। ট্রাকসহ চালক সুলেমান মিয়াকে আটক করা হয়েছে। দুজনের মরদেহ মিরপুর হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫