হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতাকে শোকজ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের একদিন পরই কমিটির সদস্য সচিবসহ তিন নেতাকে শোকজ করেছে নোয়াখালী জেলা বিএনপি। গত শুক্রবার জেলা বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ার পর রোববার তিন নেতাকে এই শোকজ দেওয়া হয়। 

শোকজ করা তিন নেতা হলেন, সদ্য গঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, সদস্য আবদুল হক শাহাজাহান ও মানছুরুল হক বাবর। 

জানা যায়, গত রোববার সকালে ঘোষিত কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন সরকারি দলের ছত্র ছায়ায় নেতা কর্মীদের ভুল বুঝিয়ে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে মিছিলের আয়োজন করে। এতে অশালীন মর্যাদা হানিকর স্লোগান দেওয়া হয়েছে। যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

দলীয় প্যাডে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ অ্যাড. আবদুর রহমান স্বাক্ষরিত রোববার শোকজের ওই চিঠির অনুলিপি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকেও দেওয়া হয়েছে। অনুরূপ শোকজ সংবলিত চিঠি অপর দুই নেতা আবদুল হক শাহজাহান ও মানছুলরুল হককেও দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন মুঠোফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অচিরেই সংবাদ সম্মেলন করে তিনি পদ ত্যাগ করবেন বলে জানিয়েছেন। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের