হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতাকে শোকজ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের একদিন পরই কমিটির সদস্য সচিবসহ তিন নেতাকে শোকজ করেছে নোয়াখালী জেলা বিএনপি। গত শুক্রবার জেলা বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ার পর রোববার তিন নেতাকে এই শোকজ দেওয়া হয়। 

শোকজ করা তিন নেতা হলেন, সদ্য গঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, সদস্য আবদুল হক শাহাজাহান ও মানছুরুল হক বাবর। 

জানা যায়, গত রোববার সকালে ঘোষিত কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন সরকারি দলের ছত্র ছায়ায় নেতা কর্মীদের ভুল বুঝিয়ে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে মিছিলের আয়োজন করে। এতে অশালীন মর্যাদা হানিকর স্লোগান দেওয়া হয়েছে। যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

দলীয় প্যাডে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ অ্যাড. আবদুর রহমান স্বাক্ষরিত রোববার শোকজের ওই চিঠির অনুলিপি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকেও দেওয়া হয়েছে। অনুরূপ শোকজ সংবলিত চিঠি অপর দুই নেতা আবদুল হক শাহজাহান ও মানছুলরুল হককেও দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন মুঠোফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অচিরেই সংবাদ সম্মেলন করে তিনি পদ ত্যাগ করবেন বলে জানিয়েছেন। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা