মিয়ানমার সীমান্তে কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে উপজেলার বালুখালী এলাকায় এ অভিযান চালায় বিজিবি।
বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেদী হোসাইন জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার খবর আসে। এ খবরের ভিত্তিতে বিজিবির একটি টহলদল অভিযানে যায়। বিজিবির দলটি বালুখালী কাটাপাহাড়ে অবস্থান নেয়। এরপর ভোরে ৪-৫ জন লোক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা গুলিবর্ষণ শুরু করে। জবাবে বিজিবিও গুলি ছোড়ে। একপর্যায়ে চোরাকারবারিরা পিছু হটে।
বিজিবির দাবি, চোরাকারবারিরা একটি বস্তা ফেলে যায়। তাঁরা নাফ নদী পার হয়ে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমার পালিয়ে যায়। এরপর ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবা জব্দ করে।
বিজিবি অধিনায়ক বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’