হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে কঠোর লকডাউনে সক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 

চলমান কঠোর লকডাউনে কাপ্তাইয়ে প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও অলিতে গলিতে তাদের টহল দিতে দেখা গেছে। 

সেনাবাহিনীর কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল, ওয়াগ্গা  ৪১ বিজিবি, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা-পুলিশ এবং আনসার সদস্যরা চলমান কঠোর লকডাউনে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকা কর্মকর্তাদের সহায়তা করে আসছেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশরা স্ব-স্ব এলাকায় লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তা করে আসছেন। 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত করতে আমরা প্রতিদিন সচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি, এমনকি আমরা দুর্গম অঞ্চলের অলি গলি এবং পাড়া মহল্লায় গিয়ে জনগণকে ঘরে থাকার ব্যাপারে সচেতন করে আসছি। আমাদের এই চলমান লকডাউনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশ এর সদস্যরা আমাদেরকে সহায়তা করে আসছেন। 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন জানান, কঠোর লকডাউনে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সকাল হতে রাত পর্যন্ত মাঠে অবস্থান নিয়ে কাপ্তাই উপজেলায় সংক্রমণ কমাতে আপ্রাণ চেষ্টা করে আসছেন। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশ সদস্যরা সকাল হতে রাত অবধি থেকে মাঠ পর্যায়ে থেকে প্রশাসনকে সহায়তা করে আসছেন।  

১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী এবং ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, চলমান কঠোর লকডাউন এ কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরাও সহায়তা করে আসছেন।  

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট