হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় বজ্রপাতে নিহত ২

প্রতিনিধি

কুমিল্লা (হোমনা): হোমনায় গভীর রাতে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছে। এ সময় বজ্রপাতে তাদের দুই সহযোগী আহত হয়েছে।

নিহতরা হলেন-উপজেলার জগন্নাতকান্দি গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৮) ও নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৫)। আহতরা হলেন-অশ্বিনী দাসের ছেলে অমূল্য চন্দ্র দাস (৪৫) ও নিহত টিটু দাসের বাবা নেপাল চন্দ্র দাস (৬০)। এর মধ্যে গুরুতর আহত অমূল্য চন্দ্র দাসকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া বলেন, গতকাল সোমবার রাতে তাঁরা গ্রামের পাশের কাঠালিয়া নদীতে মাছ ধরতে যান। রাত সাড়ে এগারোটার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় ও তাঁদের দুই সহযোগী গুরুতর আহত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, গভীর রাতে বজ্রপাতে গুরুতর আহত অমূল্য চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল