হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় বজ্রপাতে নিহত ২

প্রতিনিধি

কুমিল্লা (হোমনা): হোমনায় গভীর রাতে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছে। এ সময় বজ্রপাতে তাদের দুই সহযোগী আহত হয়েছে।

নিহতরা হলেন-উপজেলার জগন্নাতকান্দি গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৮) ও নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৫)। আহতরা হলেন-অশ্বিনী দাসের ছেলে অমূল্য চন্দ্র দাস (৪৫) ও নিহত টিটু দাসের বাবা নেপাল চন্দ্র দাস (৬০)। এর মধ্যে গুরুতর আহত অমূল্য চন্দ্র দাসকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া বলেন, গতকাল সোমবার রাতে তাঁরা গ্রামের পাশের কাঠালিয়া নদীতে মাছ ধরতে যান। রাত সাড়ে এগারোটার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় ও তাঁদের দুই সহযোগী গুরুতর আহত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, গভীর রাতে বজ্রপাতে গুরুতর আহত অমূল্য চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল