চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি অস্ত্র ও ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাস গান।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
সংস্থাটি জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। দুর্বৃত্তরা থানাগুলো থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
র্যাব-৭-এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক শরীফ-উল-আলম বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধারের জন্য তাঁরা গোয়েন্দা নজরদারি বাড়ান। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।
এতে সাধারণ নাগরিকেরা সাড়া দেন। স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৩৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি। পরে উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (সদর) কাছে হস্তান্তর করা হয়েছে।