হোম > সারা দেশ > চট্টগ্রাম

  চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি, কাউন্সিলরের পক্ষে-বিপক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী দুটি সংগঠন। অন্যদিকে কাউন্সিলর ষড়যন্ত্রের শিকার দাবি করে একই দিন তাঁর পক্ষে মানববন্ধন করে আরেকটি পক্ষ। 

আজ রোববার বেলা ১২টায় নগরীর খুলশীর জাকির হোসেন রোডের পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন করা করে বাংলাদেশ পরিবেশ আইনবিদসহ (বেলা) দুটি পরিবেশবাদী দুটি সংগঠন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সহসভাপতি লোকমান হোসেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সরওয়ার মোরশেদ কচি ও যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুনসহ অন্যান্যরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি, পরিবেশ ধ্বংস করা এবং পাহাড় ধসে প্রাণহানির সকল কারণই পরিবেশ বিনষ্টকারী ‘গডফাদার’ জহুরুল আলম জসিম। তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নইলে পরিবেশ বিধ্বংসী কাজ চলতে থাকবে। 

অন্যদিকে একই দিন পরিবেশ অধিদপ্তরের সামনেই সকাল ১১টায় জহুরুল আলম জসিমের পক্ষে মানববন্ধন করা হয়েছে। এই মানববন্ধনে বক্তারা জহুরুল আলম জসিম ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। পাহাড়তলী ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সেলিম বাদশা, ইসমাইল হোসেন ও মোহাম্মদ ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, পাহাড় কাটার অভিযুক্তের তালিকায় কাউন্সিলর জসিমের নাম বহু আগে থেকেই। চট্টগ্রামে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলা হয় গত ২৬ ফেব্রুয়ারি। সর্বশেষ গত ৭ এপ্রিল চট্টগ্রাম আকবরশাহ এলাকায় পাহাড় ধসে একজন নিহতের ঘটনায় আবারও উঠে এসেছে তাঁর নাম।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ