হোম > সারা দেশ > বান্দরবান

টানা বৃষ্টিতে রুমায় পাহাড় ধসের আশঙ্কা , পানিবন্দী অনেকে

বান্দরবান প্রতিনিধি

টানা চার দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের রুমায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে ও বন্যায় সাঙ্গু নদীর তীরে বন্যাকবলিত সাধারণ মানুষের আশ্রয় দিতে রুমা উপজেলায় ৪টি ইউনিয়নের ২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগকালীন সাধারণ মানুষের জরুরি তথ্য ও সেবা দিতে হেল্প ডেস্ক খোলা হয়েছে। তা ছাড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করা মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আসতে বারবার মাইকিং করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী জুবায়ের জুয়েল বলেন, সাঙ্গু নদীর তীরে চাষিরা জমিতে তেমন সবজি চাষ করেননি। ঠিক একইভাবে রুমা খাল, পাইন্দু খাল ও পলি খালের ধারে চাষিরাও এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো সেই ধরনের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে কোথাও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে। 

তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে রুমার বেশ কয়েকটি জায়গায় পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর মধ্যে রুমা খালের পাঁচটি পাড়ায় প্রায় ২০০, পলি খালের ৭টি পাড়ায় প্রায় ২৫০, চেমা খালের ১৫টি পাড়ার প্রায় ৭০০, পাইন্দু খালের ৬টি পাড়ার ২০০ জন। এসব খালে পানি বেড়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দাদের রুমা সদরের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

এদিকে রুমার পাইন্দু ইউনিয়নের গঙ্গাপাড়ার বাসিন্দা চথোয়াইপ্রু মারমা জানান, প্রবল বৃষ্টিপাতে পানিতে সাঙ্গু নদীর তীরে চাষ করা সবজিখেত তলিয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত