হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় চোরাই পথে আসা ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় বিভিন্ন বাজি, কসমেটিকস ও চিনি জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা এতে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় রঙিন বাজি ১ হাজার ৫৫০টি, কিং কোবরা বাজি ৩৩ হাজার ৬০০টি ও ১ হাজার ১৫০ কেজি চিনি জব্দ করা হয়। এসব জব্দ করা পণ্যের বাজারমূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবি হেফাজতে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তাঁরা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বাজিসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির