হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় নেশার টাকার জন্য চার বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার

টেকনাফ-উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

গ্রেপ্তারকৃত আমান উল্লাহ

কক্সবাজারের উখিয়ায় নেশার টাকা না পেয়ে চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে মেয়ের লাশ পার্শ্ববর্তী খালে ফেলে দেন তিনি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা আমান উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা জ্যোতি। সে মনখালী এলাকার আমান উল্লাহ ও জোসনা আক্তারের মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘আমান উল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার দিন রাতেও একই কারণে স্ত্রী জোসনার সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে মারধরের চেষ্টা করলে স্ত্রী ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।’

স্ত্রীকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি চার বছরের মেয়ে জুতিকে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ পাশের খালে ফেলে দেন আমান উল্লাহ।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে এবং আমান উল্লাহকে গ্রেপ্তার করে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ