হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে পানিবন্দী হাজার পরিবার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে গত তিন দিনে উপজেলার মেরুং ও কবাখালী ইউপির অন্তত ১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

মেরুং ইউপির সোবহানপুর, হাঁজাছড়া, মেরুং বাজার, মেরুং বাজার এলাকা, ৩ নম্বর কলোনি, চিটাগাং পাড়া, গোডাউন পাড়া, বড় মেরুং কুমিল্লা পাড়া, গংগারটেক, ব্রি-বাড়িয়া পাড়ার একাংশসহ অন্তত ৫ শ পরিবার পানিবন্দী রয়েছে। এ ছাড়া কবাখালী ইউপির তারা-বুনিয়া, হাচিসনপুর, দক্ষিণ পাবলাখালী, ডুলোছড়ি, কবাখালী বাজার, রশ্মিমনি কার্বারী পাড়া, মুসলিম পাড়া, দক্ষিণ মিলনপুরসহ অন্তত ৫ শ পরিবার পানিবন্দী হয়েছে।

মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় মেরুং ইউপির আশ্রয়কেন্দ্রে ৫০ পরিবার ও কবাখালী ইউপির আশ্রয়কেন্দ্রে ৩০ পরিবার অবস্থান করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী পরিবারের মাঝে রাতে খিচুড়ি ও সকালে পাউরুটি দেওয়া হয়েছে। আজ দুপুরে তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। পানি না কমা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের খাবার ও ওষুধের ব্যবস্থা করা হবে।

কবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞানো চাকমা জানান, কবাখালী ইউপিতে পানি বেড়ে যাওয়ায় ৩০টি পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছে। তবে পানি কমতে থাকায় তারা নিজের বাসায় চলে যাচ্ছেন।

এদিকে উপজেলায় রাতে ভারী বৃষ্টির ফলে পানি বেড়ে যাওয়ায় দীঘিনালার সঙ্গে লংগদু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা নৌকা দিয়েই পারাপার হচ্ছে মানুষ। তা ছাড়া পানি বেড়ে যাওয়ায় সাজেক সড়কের কবাখালী ইউনিয়নের কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত সাজেক ও দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

পানি কমতে থাকায় সাজেক সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মেরুং এলাকায় পানি বাড়তে থাকায় মেরুং বাজার পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত