হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ইয়াবাসহ দুজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা উদ্ধার করে। 

মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা মসজিদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্লার ছেলে খাইরুল ইসলাম ওরফে কালা আজাদ (৩৫) এবং একই ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে মো. সাজিদ হোসেন ওরফে পয়েল (২৯)। 

পুলিশের জানায়, ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। এর আগে গত সপ্তাহে সুবর্ণচরের শীর্ষ মাদক কারবারি বেলাল হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে চরজব্বার থানার পুলিশ। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। 

এসপি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চরজব্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির