হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ইয়াবাসহ দুজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা উদ্ধার করে। 

মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা মসজিদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্লার ছেলে খাইরুল ইসলাম ওরফে কালা আজাদ (৩৫) এবং একই ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে মো. সাজিদ হোসেন ওরফে পয়েল (২৯)। 

পুলিশের জানায়, ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। এর আগে গত সপ্তাহে সুবর্ণচরের শীর্ষ মাদক কারবারি বেলাল হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে চরজব্বার থানার পুলিশ। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। 

এসপি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চরজব্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির