হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের মামলার রিভিশন গ্রহণ আদালতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে পুলিশের নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের মামলার খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন গ্রহণ করেছেন দায়রা জজ আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা মামলাটি গ্রহণ করার আদেশ দেন।

এ সময় আদালত ফৌজদারি রিভিশন মামলাটি গ্রহণ করে প্রতিপক্ষের সবার প্রতি নোটিশ জারি এবং মূল নথি তলব করেছেন। পরে ২০ মার্চ মূল নথিসহ শুনানির জন্য দিন ধার্য করেন।

এর আগে মোস্তাকিমের করা মামলা তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দেয় সিআইডি। পরে নিম্ন আদালত মামলাটি খারিজ করে দেন। মামলাটি আদালত খারিজ করে দিলে এ আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা করেন মোস্তাকিমের আইনজীবীরা। মামলাটি তত্ত্বাবধানকারী হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১০ জানুয়ারি ডায়ালাইসিস ফি বৃদ্ধি এবং সরকারিভাবে ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কে কিডনি রোগী ও স্বজনদের বিক্ষোভ সমাবেশে চড়াও হয় পুলিশ। পাঁচলাইশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে বিক্ষোভ দমনসহ মোস্তাকিমকে গ্রেপ্তার করে। পরে তাঁকেসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জন রোগীর স্বজনকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে পুলিশ। এ সময় থানায় মোস্তাকিমকে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়। পাঁচ দিন পর মোস্তাকিম জামিনে মুক্তি পান।

একই বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে হেফাজতে নির্যাতন আইনে পাঁচলাইশ থানার সাবেক ওসি নাজিমসহ অন্য পুলিশ কর্মকর্তাদের আসামি করে মামলা করেন মোস্তাকিম। এদিকে যাঁর জন্য মোস্তাকিম মামলা, গ্রেপ্তার ও কারাভোগ করেছেন, তাঁর সেই মা নাসরিন আক্তার গত ১৫ জানুয়ারি রাতে নগরের একটি হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ