হোম > সারা দেশ > চট্টগ্রাম

লংগদুতে লেকে ধরা পড়ছে রাক্ষুসে সাকার ফিশ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে জেলেদের জালে ধরা পড়েছে রাক্ষুসে সাকার ফিশ। আজ মঙ্গলবার এই মাছ লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় মো. জহিরুল ইসলামের জালে ধরা পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে গত বছর থেকে ঘন ঘন এই মাছ জেলেদের জালে ধরা পড়ছে।

এ বিষয়ে জহিরুল জানান, সকালে নিজ বাড়ির কাছে কাপ্তাই হ্রদের পানিতে মাছ ধরার সময় এই প্রজাতির (সকার ফিশ) দুটি মাছ ধরা পড়ে। মাছ দুটি অন্য মাছের চেয়ে আলাদা হওয়ায় বাজারে নিয়ে আসা হয়। তখনই বুঝতে পারেন এগুলো ভয়ংকর মাছ। এটা অন্য সব মাছকে খেয়ে ফেলে। আর এই মাছ খাওয়ারও অনুপযোগী।

স্থানীয়রা জানান, এ বিরল প্রজাতির মাছ কাপ্তাই লেক থেকে যদি ধ্বংস করা না হয়, তাহলে কাপ্তাই হ্রদে মাছের সংকট দেখা দিতে পারে। তাই সরকারি ব্যবস্থাপনায় এই মাছ ধ্বংস করার পদক্ষেপ নিতে হবে। না হলে কাপ্তাই হ্রদে এই রাক্ষুসে প্রজাতির মাছ ছড়িয়ে পড়বে।

এ বিষয়ে লংগদু উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মৎস্য কর্মকর্তা নব আলো জানান, এ মাছ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবে গবেষকেরা বলছেন, এ মাছ অন্য মাছের পোনা নষ্ট করে এবং অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এই মাছ আফ্রিকান এবং রাক্ষুসে প্রজাতির। তাই এই মাছ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ