হোম > সারা দেশ > চট্টগ্রাম

লংগদুতে লেকে ধরা পড়ছে রাক্ষুসে সাকার ফিশ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে জেলেদের জালে ধরা পড়েছে রাক্ষুসে সাকার ফিশ। আজ মঙ্গলবার এই মাছ লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় মো. জহিরুল ইসলামের জালে ধরা পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে গত বছর থেকে ঘন ঘন এই মাছ জেলেদের জালে ধরা পড়ছে।

এ বিষয়ে জহিরুল জানান, সকালে নিজ বাড়ির কাছে কাপ্তাই হ্রদের পানিতে মাছ ধরার সময় এই প্রজাতির (সকার ফিশ) দুটি মাছ ধরা পড়ে। মাছ দুটি অন্য মাছের চেয়ে আলাদা হওয়ায় বাজারে নিয়ে আসা হয়। তখনই বুঝতে পারেন এগুলো ভয়ংকর মাছ। এটা অন্য সব মাছকে খেয়ে ফেলে। আর এই মাছ খাওয়ারও অনুপযোগী।

স্থানীয়রা জানান, এ বিরল প্রজাতির মাছ কাপ্তাই লেক থেকে যদি ধ্বংস করা না হয়, তাহলে কাপ্তাই হ্রদে মাছের সংকট দেখা দিতে পারে। তাই সরকারি ব্যবস্থাপনায় এই মাছ ধ্বংস করার পদক্ষেপ নিতে হবে। না হলে কাপ্তাই হ্রদে এই রাক্ষুসে প্রজাতির মাছ ছড়িয়ে পড়বে।

এ বিষয়ে লংগদু উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মৎস্য কর্মকর্তা নব আলো জানান, এ মাছ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবে গবেষকেরা বলছেন, এ মাছ অন্য মাছের পোনা নষ্ট করে এবং অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এই মাছ আফ্রিকান এবং রাক্ষুসে প্রজাতির। তাই এই মাছ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। 

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪