হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে অটোরিকশার ধাক্কায় জনস্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি শহীদনগরে অটোরিকশার ধাক্কায় এস এম আব্দুস সাত্তার নামে এক জনস্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু হয়েছেন। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর ফুটওভার ব্রিজের উত্তর পাশের সড়কে ঘটনাটি ঘটে। 

নিহত এস এম আব্দুস সাত্তার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নলকূপ মেকানিক ও সুন্দলপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর ফুটওভার ব্রিজের উত্তর পাশে উল্টোদিক থেকে আসা একটি অটোরিকশা আব্দুস সাত্তারকে (৫৮) সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে আহত হন তিনি। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। 

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওরীন সুজানা আজকের পত্রিকাকে বলেন, ‘মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করেছিলাম। নেওয়ার পথেই মারা যান, পরে স্বজনেরা আবার এখানে নিয়ে আসে।’ 

উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. তারেক রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় নলকূপ মেকানিক আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে।’ 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক