কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুলাল মিয়া (৫৫) নামে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী উপজেলা ঘোলপাশা ইউনিয়নের আমানগণ্ডা গ্রামের মৃত মনা মিয়ার ছেলে।
আমানগণ্ডা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার স্থান থেকে প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
মোহন মিয়া নামে নিহতের এক আত্মীয় আজকের পত্রিকাকে বলেন, আসরের নামাজ পড়ার জন্য মহাসড়কের আমানগণ্ডা এলাকা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার (ঢা-মেট্রো-গ ৪৩-৭১৩০) ধাক্কা দিলে দুলাল মিয়া পাশে ছিটকে পড়েন। এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।