হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুদামে মিলল ১২ টন টিসিবি পণ্য, ব্র্যান্ডের নামে বিক্রি হতো দোকানে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির গুদাম থেকে প্রায় ১২ টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দেলোয়ারসহ সাতজনকে আটক করা হয়। এসব পণ্যে নামীদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দোকানে বিক্রি করা হতো বলে পুলিশ জানায়। 

দেলোয়ার ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)। 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘চান্দগাঁও কাজীরহাট বাজারে দেলোয়ার হোসেনের পাইকারি ও খুচরা ভোগ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের আড়ত উত্তর মোহরা এজাহার শাহমাজার-সংলগ্ন মোহরা কোম্পানির বাড়ির রাস্তার পাশে, যা দেলোয়ারের গোডাউন নামে পরিচিত। মনির দেলোয়ারের প্রধান সহযোগী। তিনি টিসিবির পণ্য বিভিন্ন পন্থায় বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করে দেলোয়ারের গুদামে পৌঁছে দেন।’ 

ওসি জাহিদুল আরও বলেন, ‘ডিলাররা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য যেখানে বিক্রি করেন, সেখানে এজেন্ট ঢুকিয়ে দেন দেলোয়ার ও মনির। দরিদ্র সেজে তেল, মসুর ডালসহ টিসিবির বিভিন্ন পণ্য কেনেন। এ ছাড়া গরিব লোকজনের কাছ থেকেও সামান্য বাড়তি দামে পণ্য কিনে মজুত করেন তাঁরা।’ 

ওসি জাহিদুল জানান, দেলোয়ার কর্মচারীদের মাধ্যমে টিসিবির স্টিকার খুলে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে খুচরা দোকানিদের কাছে সরবরাহ করেন। দুই কেজির প্যাকেট থেকে মসুর ডাল ৫০ কেজির বস্তায় মেশানো হতো। পরে সেগুলো স্থানীয় বাজারে নিয়ে খুচরা হিসেবে চড়া দামে বিক্রি করতেন তিনি। 

পুলিশের অভিযানে দেলোয়ারের গুদাম থেকে ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল এবং ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। এর দাম ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানান ওসি। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট