হোম > সারা দেশ > বান্দরবান

ফেসবুকে আদালত নিয়ে অশোভন মন্তব্য, পুলিশের উপপরিদর্শককে কারণ দর্শানোর নির্দেশ

বান্দরবান প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ‍্যম ফেসবুকে আদালত নিয়ে অশোভন মন্তব্য করায় বান্দরবান পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহকে কারণ দর্শাতে বলেছেন জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালত। গতকাল বুধবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট এ এস এম এমরান এই নির্দেশ দেন।

পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বর্তমানে বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি থানায় কর্মরত।

আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে এক স্ট‍্যাটাসে মিঠুন সিংহ তাঁর আইডি থেকে বিচারব‍্যবস্থা সম্পর্কে অশ্রাব‍্য, অশোভন ও অভদ্র মন্তব্য করেছেন। জেলা ম‍্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম‍্যাজস্ট্রেট আদালতকে অভদ্র ও ঔদ্ধত‍্যপূর্ণভাবে আক্রমণ করে পোস্ট দেন। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এটি তিনি করতে পারেন না বলে আদালত শোকজ করেছেন। বিষয়টি দৃষ্টগোচর হওয়ায় বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট এ এস এম এমরান পুলিশের উপপরিদর্শক মিঠুন সিংহকে আগামী ২৪ ঘণ্টার মধ‍্যে আদালতে সশরীরে হাজির হয়ে মন্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে ব‍্যাখ‍্যা দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ বলেন, ‘আদালতের কারণ দর্শানো সম্পর্কে আমি অবহিত নই। তবে আমার ফেসবুক আইডি কয়েক দিন ধরে সমস‍্যা করছে। নিজেই আইডি ঠিকমতো ব‍্যবহার করতে পারছি না। বিষয়টি অবগত করে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।’

বান্দরবান জেলা সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ‍্যাডভোকেট মো. ইকবাল করিম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা বিজ্ঞ আদালত সম্পর্কে ফেসবুকে কোনো অশোভন মন্তব্য করতে পারেন না। এমন মন্তব্য করলে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতের কাছে জবাব দিতে হবে।’ 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার