হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর নোয়ান্নই ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ইসলামগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ ভোরে নামাজ পড়তে ওঠা লোকজন বাজারের আদর্শ ফিড নামে একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে তাঁরা আশপাশের সবাইকে ডাকাডাকি করেন। ডাকাডাকিতে স্থানীয়রা একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই আদর্শ পোলট্রি ফিড, আনিকা স্টুডিও, ইসমাইল স্টোর, সুবর্ণ ফার্মেসি, ইত্যাদি টেইলার্স, জননী স্টোরে থাকা মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আফসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

স্টেশন কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত