হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর নোয়ান্নই ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ইসলামগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ ভোরে নামাজ পড়তে ওঠা লোকজন বাজারের আদর্শ ফিড নামে একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে তাঁরা আশপাশের সবাইকে ডাকাডাকি করেন। ডাকাডাকিতে স্থানীয়রা একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই আদর্শ পোলট্রি ফিড, আনিকা স্টুডিও, ইসমাইল স্টোর, সুবর্ণ ফার্মেসি, ইত্যাদি টেইলার্স, জননী স্টোরে থাকা মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আফসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

স্টেশন কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি