হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর নোয়ান্নই ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ইসলামগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ ভোরে নামাজ পড়তে ওঠা লোকজন বাজারের আদর্শ ফিড নামে একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে তাঁরা আশপাশের সবাইকে ডাকাডাকি করেন। ডাকাডাকিতে স্থানীয়রা একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই আদর্শ পোলট্রি ফিড, আনিকা স্টুডিও, ইসমাইল স্টোর, সুবর্ণ ফার্মেসি, ইত্যাদি টেইলার্স, জননী স্টোরে থাকা মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আফসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

স্টেশন কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের