হোম > সারা দেশ > চট্টগ্রাম

জব্দ করা জাহাজের ঢেউয়ে হুমকিতে বেড়িবাঁধ, বন্দরকে চিঠি

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুটি জাহাজের ঢেউয়ে ভাঙছে উপকূলীয় এলাকার মসজিদ–কবরস্থানসহ বেড়িবাঁধ। গত ২৫ জুন জাহাজ দুটি সরিয়ে নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজের কারণে উপকূলীয় বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চিঠির মাধ্যমে বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছি। এগুলো দ্রুত সরানোর জন্য স্থানীয় প্রশাসনেরও জরুরিভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় লোকজন জানান, রায়পুর ইউনিয়নের উঠানমাঝি ঘাট এলাকায় গত ৩০ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুটি জাহাজের পানির ধাক্কায় উপকূলীয় এলাকার মসজিদ–কবরস্থানসহ বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। জাহাজ দুটি মসজিদঘেঁষা কবরস্থানের পাশে ভাসমান অবস্থায় রয়েছে।

জাহাজের সৃষ্ট ঢেউয়ে মসজিদের দক্ষিণ ও পশ্চিম পাশের জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। শত বছরের পুরোনো কবর থেকে উঠে এসেছে লাশের কঙ্কাল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপকূলে। পরে লাশের কঙ্কালগুলো অন্য কবরস্থানে দাফন করেন স্থানীয় লোকজন।

সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজ দুটি গত তিন বছরের বেশি সময় ধরে জব্দ রয়েছে। জাহাজ দুটি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় জোয়ার-ভাটার রাতে কখনো কুতুবদিয়া, কখনো মগনামাসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভেসে বেড়ায়।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘এ বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের চিঠি পেয়েছি। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, ‘এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের সহযোগিতা চায়নি। জাহাজের কারণে স্থানীয় মসজিদ, কবরস্থানসহ বাঁধ হুমকিতে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা একাধিকবার বিষয়টি আমাকে জানিয়েছেন।’

ইউএনও জানান, জাহাজ সরানোর জন্য সব ধরনের সহযোগিতা স্থানীয় প্রশাসন করবে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক