হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা

রাঙামাটি ও কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমাকে (৬৫) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নেথোয়াই মারমা আসন্ন ইউপি নির্বাচনে চিংম্রং ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসচাইন চৌধুরী বলেন, নেথোয়াই নিজের নিরাপত্তার জন্য এত দিন কাপ্তাই উপজেলা শহরে রেস্টহাউসে থাকতেন। গতকাল মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে চিংম্রং নিজ বাড়িতে গিয়েছিলেন। পরে সন্ত্রাসীরা রাত ১টার দিকে তাঁর বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী জনসংহতি সমিতি (জেএসএস)। 

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এই হত্যাকাণ্ডের জন্য 'জনসংহতি সমিতি'কে দায়ী করে বলেন, `পাহাড়ে নির্বাচন এলেই হত্যাকাণ্ডে মেতে ওঠে এই সন্ত্রাসী সংগঠন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য জেলার সব ইউনিয়নের প্রার্থীদের নিরাপদ ও সতর্ক থাকতে হবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।' 

কাপ্তাইয়ের চন্দ্রঘোণা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `আওয়ামী লীগের নৌকার প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে আমরা জেনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।'

এ হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে জনসংহতি সমিতির দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল