হোম > সারা দেশ > নোয়াখালী

বড় ভাইকে পিটিয়ে জেলে গেলেন প্রধান শিক্ষক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় আপন বড় ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগে আহাম্মদ উল্যা নামে এক প্রধান শিক্ষককে কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে হাতিয়া থানা-পুলিশ এই প্রধান শিক্ষককে কোর্ট হাজতে পাঠায়।

এর আগে শনিবার রাতে তাঁকে সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আটক আহাম্মদ উল্যা হলো সোনাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের মৃত শামছুল হকের ছেলে। সে একই এলাকার মাইজদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বড় ভাইয়ের ছেলের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও থানা-পুলিশের সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে বড় ভাই ইসমাইল হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার দুপুরে বড় ভাই ইসমাইলের পরিবারের সদস্যরা বেড়াতে যায়। এ সময় ইসমাইল ও তাঁর স্ত্রী বাড়িতে একা অবস্থান করছিল। এই সুযোগে কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আহাম্মদ উল্যা ও তাঁর ভাই ইউছুফ হামলা করে ইসমাইল ও তাঁর স্ত্রীর ওপর। তাঁরা ঘরে প্রবেশ করে জোরপূর্বক জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। বাধা দিলে তাঁরা ইসমাইল ও তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করে। 

এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহত ইসমাইল ও তাঁর স্ত্রীকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ইসমাইলের বড় ছেলে নুরুল আলম বাদী হয়ে প্রধান শিক্ষক আহাম্মদ উল্যাসহ ৭ জনকে আসামি করে থানায় একটি মামলা করে। পুলিশ রাতে অভিযান করে আহাম্মদ উল্যাকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠান। 

হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান শিক্ষককে আসামি করা হয়েছে। রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত