হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাসায়নিক গুদামে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিক গুদামে লাগা আগুন নেভানোর পর অসুস্থ হয়ে মো. মিলন নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. মিলনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ৩৮ বছর বয়সী মিলন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কাজ করতেন। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‘রাসায়নিক গুদামে আগুন নেভানোর কাজে তিনি অংশ নেন। পরে আগুন নেভানোর কাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি অসুস্থ অনুভব করেন। পরে আমরা তাঁকে (মিলন) একটি অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতাল নিয়ে আসি। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।’ 

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রাসায়নিক কারখানাটিতে বিপুল পরিমাণের দাহ্য পদার্থ থাকায় সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় অগ্নিনির্বাপক কর্মীদের। 

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে