হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাসায়নিক গুদামে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিক গুদামে লাগা আগুন নেভানোর পর অসুস্থ হয়ে মো. মিলন নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. মিলনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ৩৮ বছর বয়সী মিলন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কাজ করতেন। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‘রাসায়নিক গুদামে আগুন নেভানোর কাজে তিনি অংশ নেন। পরে আগুন নেভানোর কাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি অসুস্থ অনুভব করেন। পরে আমরা তাঁকে (মিলন) একটি অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতাল নিয়ে আসি। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।’ 

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রাসায়নিক কারখানাটিতে বিপুল পরিমাণের দাহ্য পদার্থ থাকায় সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় অগ্নিনির্বাপক কর্মীদের। 

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক