হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বইমেলার উদ্বোধন ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। আজ মঙ্গলবার বিকেলে নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বইমেলা কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। 

অন্যবারের মতো এবারও চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলা অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কোভিড পরিস্থিতির কারণে গত বছর সব রকম প্রস্তুতি থাকা সত্ত্বেও বইমেলা করা যায়নি। তবে এবার পাঠক, প্রকাশক, কবি, সাহিত্যিকদের আগ্রহের কারণে বইমেলা আয়োজন করতে যাচ্ছি। আশা করি স্বাস্থ্যবিধি মেনে সকলের অংশগ্রহণে এবারও বইমেলা সফল হবে।’ 

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরাও প্রমাণ করতে চাই, ঢাকার মতো চট্টগ্রামও জাঁকজমকভাবে সফল বইমেলা আয়োজনে সক্ষম। আশা করি আমাদের উদ্যোগে সবাই সাড়া দেবেন।’ 

সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন, সাইফুল আলম বাবু, কবি কামরুল হাসান বাদল, শামসুদ্দিন শিশির, সাংবাদিক শুকলাল দাশ, আইয়ুব সৈয়দ, মো. জহির, ইউসুফ মাহমুদ, শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, পিনাকী দাশ, শিল্পী দীপক কুমার দত্ত, আরিফ রায়হান, নজরুল ইসলাম মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত