হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

২০১৯-২০ অর্থায়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)–এর অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদের অনুকূলে দক্ষতাভিত্তিক বরাদ্দ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়। বাইসাইকেল বিতরণ বাস্তবায়ন করে উজানচর ইউনিয়ন পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকারের উপপরিচালক মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।

মো. মাইন উদ্দিন বলেন, ‘বাইসাইকেল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম। আমি চাইব এই উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরাও যাতে শিক্ষার্থীদের জন্য এ রকম ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেন।’

প্রধান অথিতির বক্তব্যে এ বি তাজুল ইসলাম বলেন, ‘আমরা একটি সুন্দর বাঞ্ছারামপুর চাই, বাঞ্ছারামপুরকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে এমন কিছু উদ্যোগ অনেক বেশি কাজে দেবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলামসহ অনেকে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট