হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

২০১৯-২০ অর্থায়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)–এর অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদের অনুকূলে দক্ষতাভিত্তিক বরাদ্দ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়। বাইসাইকেল বিতরণ বাস্তবায়ন করে উজানচর ইউনিয়ন পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকারের উপপরিচালক মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।

মো. মাইন উদ্দিন বলেন, ‘বাইসাইকেল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম। আমি চাইব এই উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরাও যাতে শিক্ষার্থীদের জন্য এ রকম ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেন।’

প্রধান অথিতির বক্তব্যে এ বি তাজুল ইসলাম বলেন, ‘আমরা একটি সুন্দর বাঞ্ছারামপুর চাই, বাঞ্ছারামপুরকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে এমন কিছু উদ্যোগ অনেক বেশি কাজে দেবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলামসহ অনেকে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ