হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে তিন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১০টি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত জেলেরা হলেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার উমজরি এলাকার বাসিন্দা ছায়েব আলী হাওলাদারের ছেলে মো. সাইদুল ইসলাম হাওলাদার (৫০), একই এলাকার বাসিন্দা সরোয়ার বাওয়ালীর ছেলে মো. হাফিজ উদ্দিন ও সেরজন মোল্লার ছেলে মো. জয়নাল মোল্লা। 

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ-পুলিশ। গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে তাঁদের আদালতে তোলা হয়েছে। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রামগতির মেঘনা নদীতে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবু নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে। 

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা জালগুলো রামগতি মাছঘাটে এনে প্রকাশ্যে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ