চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বন্দী পাহাড়ের সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নেতা লাল প্লে কিং বম (২৭) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ বলছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। লাল প্লে কিং বমের বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায়।
কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে লাল প্লে হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তাঁর প্রচণ্ড খিঁচুনি শুরু হয়। তাঁকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে সকাল ৯টার দিকে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।