হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। 

আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল সই করা এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী একমাসের মধ্যে পদপ্রাপ্তদের কমিটি পূর্ণাঙ্গ করে দপ্তরে জমা দিতে বলা হয়েছে। 

কমিটির অন্য তিন সদস্য হলেন সিনিয়র সহসভাপতি অর্থনীতি বিভাগের মামুন উর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইতিহাস বিভাগের মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগের মো. সাজ্জাদ হোসেন হৃদয়। 

এদিকে আংশিক কমিটির অধিকাংশেরই নিয়মিত ছাত্রত্ব নেই বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এদের মধ্যে সভাপতিকে অনেক নেতা-কর্মী চেনেন না বলে জানিয়েছেন।

সভাপতি রাজনীতিতে সক্রিয় নন দাবি করে আংশিক কমিটির এক নেতা আজকের পত্রিকাকে বলেন, সারা বছর মাঠেঘাটে রাজনীতি করেছি আমরা। কিন্তু সভাপতি বানানো হয়েছে এমন লোককে, যাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। এই কমিটি নিয়ে বলার কিছু নাই। আমি পদত্যাগ করার চিন্তা ভাবনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক সবকিছু যাছাই বাছাই করেই কমিটি ঘোষণা করেছেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত এই কমিটির মেয়াদ দুই বছর হলেও তার মেয়াদ ৬ বছরে গিয়ে ঠেকে। পরে গত বছরের ১১ নভেম্বর কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর ৯ মাস পর নতুন কমিটি গঠন করল কেন্দ্রীয় ছাত্রদল।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট