হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে খাল-বিলে ভেসে উঠছে লাশ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার খাল-বিলে একের পর এক ভেসে উঠছে মানুষের মরদেহ। আজ মঙ্গলবার ঘুমধুমের মন্ডলপাড়ার সাইফুল ইসলামের মৎস্য ঘেরে একটি এবং এর সামান্য দক্ষিণে তুমব্রু খালে আরেকটি লাশ ভাসতে দেখা যায়। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় মৎস্যচাষি সাইফুল ইসলাম জানান, তাঁর মাছের ঘের দক্ষিণ ঘুমধুমের সীমান্তবর্তী ৩১ নম্বর পিলারের এপারে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের সামান্য পশ্চিমে। যা শূন্য রেখার ২০ গজ ভেতরে এবং মিয়ানমারের ঢেকুবুনিয়া বিজিপি ক্যাম্পের উত্তর পশ্চিম পাশে। 

ধারণা করা হচ্ছে, ৫ ফেব্রুয়ারি মিয়ানমারের দুই বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে মিয়ানমারের সীমান্তচৌকি ঢেকুবুনিয়া বিজিপি ক্যাম্প থেকে শতাধিক সৈনিক পালিয়ে বাংলাদেশের ঘুমধুম বিজিবি ক্যাম্পে আশ্রয় নেন। যাদের অনেকেই গুলিবিদ্ধ হন। এর মধ্যে ৮ জনকে কক্সবাজার ও চট্টগ্রামে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। হয়তো তাঁদের মধ্যে যাঁরা গুরুতর আহত হয়েছিলেন তাঁরাই তুমব্রু খাল ও আশপাশে মারা যান। 

ঘুমধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহের প্রচণ্ড গোলাগুলিতে কত লাশ মাঠে-ঘাটে পড়ে রয়েছে তার ইয়ত্তা নেই। সীমান্তে শূন্য রেখায় ও সীমান্ত খালে ভাসছে লাশ আর লাশ। তবে দক্ষিণ ঘুমধুমে একটি লাশ মৎস্য ঘেরে পড়ে রয়েছে সেই থেকে। বিজিবি জানতে পারে এক দিন আগে। যা উদ্ধারের প্রক্রিয়া চলছে।’ 

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি লাশ ভাসছে বাংলাদেশের অংশে। বাকি লাশ নিয়ে এ দেশের মাথা ব্যথা নেই।’

তিনি আরও বলেন, ‘যে লাশ এপারে ভাসছে তা শূন্য রেখার ২০/৩০ গজের মধ্যে। এটি আনতে জটিলতা রয়েছে। তাই বিজিবির সহায়তা দরকার। তবুও পুলিশ মঙ্গলবার বিকেলে নিরাপদে থেকে লাশের অবস্থানস্থল দেখে আসছে। বাকি আজ-কালের মধ্যেই হবে। অর্থাৎ এ লাশ উদ্ধার করা হবে বিজিবির অনুমতির পর।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির