হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রাত ৮টার পর মাইক বাজিয়ে নৌকার প্রচারণা, ২ জনকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ সদর আসনে নিয়ম ভঙ্গ করে মাইকে নির্বাচনী প্রচারণা চালানোয় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক, সরঞ্জাম ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন প্রচারকারী সেকান্তর আলী বাদশা ও অটোরিকশাচালক দেলোয়ার হোসেন। 

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন। 

তিনি বলেন, ‘রাত ৮টার পরে নির্বাচনী প্রচারণা করা যাবে না। কিন্তু দণ্ডপ্রাপ্তরা প্রচারণা চালিয়ে সংসদ নির্বাচনী আচরণবিধি ২০০৮-এর ১৩ ও ১৮ ধারা লঙ্ঘন করেছেন। এতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।’ 

শহর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নির্বাচনী প্রচারের নীতিমালা অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণার সময় নির্ধারণ করা আছে। কিন্তু রাত ৮টার পরেও নীতিমালা ভঙ্গ করে নৌকা প্রতীকে মাইকে প্রচারণা চালানো হয়েছে। নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালিয়ে বিধি লঙ্ঘন করেছেন আটককৃতরা। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের নির্দেশনায় প্রচারকারী, অটোরিকশাচালক ও মাইক জব্দ করা হয়েছে। 

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালানোর কারণে প্রচারকারীসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত বসিয়ে তাঁদের জরিমানা করা হয়।’

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর