হোম > সারা দেশ > কক্সবাজার

নৌকাসহ ১২ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ এলাকায় বঙ্গোপসাগর থেকে ফেরার পথে নৌকাসহ ১২ জেলে অপহৃত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার নাইক্ষ্যংদিয়ায় এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। স্থানীয় বাসিন্দা ও ট্রলারমালিকদের অভিযোগ, অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত।

অপহৃত জেলেরা হলেন মো. আলী আহমদ, মোহাম্মদ আমিন, ফজল করিম, কেফায়েত উল্লাহ, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. রাসেল, মো. সোয়াইব, আরিফ উল্লাহ, মোহাম্মদ মোস্তাক, নুরুল আমিন এবং আরও একজন। সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নৌকার মালিক সোলতান আহমেদ জানান, তাঁর নৌকা নিয়ে ১২ জেলে সাগরে মাছ শিকারে যান। পরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ঘাটে রওনা দেন। পথে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যান। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এর স্থায়ী সমাধান হওয়া দরকার।

এ বিষয়ে ইউএনও এহসান বলেন, ‘নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা সবাই কাজ করছি, যাতে জেলেদের দ্রুত ফেরত আনতে সক্ষম হই।’

উল্লেখ্য, ৫ ও ১৩ আগস্ট সাত বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় আরকান আর্মি। এখনো তাঁদের ছেড়ে দেওয়া হয়নি। জেলেরা এমন পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে রয়েছেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ