হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনগামী বে ওয়ান জাহাজে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রাম থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনগামী বে ওয়ান নামের একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন জাহাজের কর্মীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সকাল পৌনে ১০টার দিকে উদ্ধারকারী কান্ডারি-১০ টাগবোটের মাধ্যমে জাহাজটিকে পতেঙ্গায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাজারখানেক পর্যটক নিয়ে বে ওয়ান নামের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চট্টগ্রাম ঘাট থেকে ছেড়ে যায়। দুই ঘণ্টা চলতে না চলতেই জাহাজের ইঞ্জিন ত্রুটির কারণে আগুন ধরে যায়। সেখানকার আগুন ও ধোঁয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় জাহাজসংশ্লিষ্ট সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়। 
৩০ থেকে ৪০ মিনিট ধরে ইঞ্জিন বন্ধ ছিল। ঘণ্টাখানেক পরে আগুন নিয়ন্ত্রণে আনেন জাহাজসংশ্লিষ্টরা। যাত্রীরা সবাই নিরাপদে আছে। 

বে ওয়ানের এজেন্ট প্রতিনিধি জসিম উদ্দিন শুভ জাহাজসংশ্লিষ্ট ও পর্যটকদের বরাত দিয়ে জানান, ‘সাড়ে ১১টার দিকে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনে সামান্য ত্রুটির কারণে আগুন ও ধোঁয়ার ঘটনা ঘটে। ঘণ্টাখানেকের মধ্যে ইঞ্জিনিয়ার ও জাহাজের অন্যরা মিলে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করে। জাহাজ সম্পূর্ণ ঠিকঠাক থাকার পরেও কিছু যাত্রীদের কারণে কোনদিকে যাবে তার সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি জাহাজ কর্তৃপক্ষ। 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ডের একটি দল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি