হোম > সারা দেশ > নোয়াখালী

আটক ২০ রোহিঙ্গা পালিয়েছে, সহায়তার অভিযোগ স্থানীয় মেম্বারের বিরুদ্ধে

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: 

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ২০ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জের চরএলাহী এলাকায় আটক করেন স্থানীয় লোকজন। আটকের পর পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছানোর আগেই রোহিঙ্গারা সেখান থেকে পালিয়ে গেছে। আটক রোহিঙ্গাদের পালাতে সহায়তার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হকের বিরুদ্ধে। 

স্থানীয়রা বলছেন, রোববার রাত ১২টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় চরএলাহী ইউনিয়নের গাংচিলের কিল্লা বাজার এলাকা থেকে ৫ পুরুষ, ৪ নারী ও ১১ জন শিশুসহ ২০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেন স্থানীয় এলাকাবাসী। এ সময় স্থানীয় ইউপি সদস্য আবদুল হক ও গ্রামপুলিশ কাশেম চৌকিদারের জিম্মায় রাখা হয় তাদের। আটকের এ খবর রোববার রাতেই কোম্পানীগঞ্জ থানা-পুলিশকে অবহিত করা হয়। আটকের সংবাদ পাওয়ার ১০ ঘণ্টা পর আজ সোমবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই কিল্লার বাজারসংলগ্ন সেলিম মাঝির ঘরে জিম্মায় থাকা ২০ রোহিঙ্গা নাগরিক রহস্যজনকভাবে পালিয়ে যায়। রোহিঙ্গা পালানোর ঘটনায় স্থানীয় লোকজন আবদুল হক মেম্বার জড়িত থাকার অভিযোগ করেন। 

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল হক এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধে রোহিঙ্গা ছেড়ে দিয়েছি বলে অপপ্রচার করছে। রোহিঙ্গা আটকের খবর পেয়ে আমি সকালে ঘটনাস্থলে যাই। পরে কাশেম চৌকিদারকে সেখানে রেখে কোম্পানীগঞ্জ থানার ওসির নির্দেশে রোহিঙ্গাদের পুনরায় ভাসানচর পাঠানোর জন্য ট্রলার ভাড়া করতে যাই। ট্রলার ভাড়া করে এসে দেখি রোহিঙ্গারা নেই।’ স্থানীয় লোকজনের ভিড়ের মধ্যে পুলিশ আসার আগে তারা একজন একজন করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা পালানোর ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি জানান। 

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ‘এতজন রোহিঙ্গা একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটি রহস্যজনক। রোহিঙ্গারা বিভিন্ন স্থানে ছড়িয়ে গেলে তারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়বে। তাদের পুনরায় আটক করার দাবি জানাচ্ছি।’ 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান রোহিঙ্গা পালানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে আটক রোহিঙ্গারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের পুনরায় আটক করতে ইউপি চেয়ারম্যান এবং ওই ওয়ার্ডের মেম্বারকে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে। পুলিশ তাদের আটক করতে তৎপর রয়েছে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে