হোম > সারা দেশ > কক্সবাজার

৮ মাস পর কক্সবাজারে পাঁচ উপজেলায় যুবলীগের আংশিক কমিটি  

কক্সবাজার প্রতিনিধি

সম্মেলনের ৮ মাস পর কক্সবাজারের পাঁচ উপজেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে চলতি বছরের ৯ মার্চ থেকে ১৩ মার্চ কক্সবাজার পৌরসভাসহ পাঁচ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে কোনো কাউন্সিল অধিবেশন ছাড়াই এ সম্মেলনগুলো শেষ হয়। 

কক্সবাজার পৌর যুবলীগে ডালিম বড়ুয়াকে সভাপতি ও শাহেদ মো. এমরানকে সাধারণ সম্পাদক করে পাঁচজন, রামু উপজেলায় পলক বড়ুয়া আপ্পুকে সভাপতি ও রাশেদ আলীকে সাধারণ সম্পাদক করে সাতজন, মহেশখালীতে মো. শাহজাহানকে সভাপতি ও সাজেদুল করিমকে সাধারণ সম্পাদক করে আটজন, উখিয়া উপজেলায় ইমাম হোসেনকে সভাপতি ও সরওয়ার পাশাকে সাধারণ সম্পাদক করে পাঁচজন এবং কুতুবদিয়ায় জাফর আলমকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে পাঁচজনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া চিঠিতে আগামী এক মাসের মধ্যে ৭১ জনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্র থেকে নতুন কমিটির ঘোষণা আসায় যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতা- কর্মী ও সমর্থকেরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত