হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় হতদরিদ্র বিধবার ঘরের দরজা ভেঙে চুরি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় হতদরিদ্র এক বিধবার ঘরের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার শ্রীমদ্দি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী আফিয়া বেগমের (৭০) ঘরে এই চুরির ঘটনা ঘটে।

প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী আফিয়া বেগম বলেন, ঘরে তিনি একাই থাকতেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি ঘরে তালা দিয়ে লটিয়া গ্রামে মেয়ের বাড়ি যান। সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ও দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন ঘরের সবকিছু তছনছ করা। সুটকেসে রাখা স্বামীর স্মৃতি সোনার নাকফুলটি নেই। পুরোনো এনালগ মোবাইল ফোন সেটটিও নিয়ে গেছে। এ ছাড়া রমজানের জন্য পাওয়া হাদিয়া দুই লিটার সয়াবিন তেল, দেড় কেজি শুকনো মরিচের গুঁড়া, কাপড় কাঁচার ও গায়ের সাবানও চোর নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ইয়াসমিন আক্তার বলেন, সহায়-সম্বলহীন হলেও বিধবা আফিয়া বেগম কারও কাছে কখনো হাত পাতেন না। স্বজনেরা যেটুকু হাদিয়া দেয়, তা দিয়েই কোনো রকমে চলেন। তাঁর ঘরে চুরির ঘটনায় সবাই মর্মাহত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, বিধবার ঘরে চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার