হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নিখোঁজের তিন দিন পর গুদামঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে নিখোঁজের তিন দিন পর নিজ দোকানের গুদামঘর থেকে আবু মোতালেব (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলেছেন, ওই ব্যবসায়ী ঋণগ্রস্ত ছিলেন। পাওয়াদারের চাপে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। 

আজ শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের গুদাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। 

মৃত মোতালেব কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাসিন্দা। তিনি পরিবার নিয়ে হালিশহর এলাকার জাহানারা ম্যানশন নামে একটি ভবনে থাকতেন। হালিশহরে মোতালেব মোবাইল রিচার্জ ও ইলেকট্রনিকস সামগ্রীর একটি দোকান চালাতেন। 

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গুদামঘরের দরজা ভেঙে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে দরজার সিটকিনি লাগানো ছিল। 

মোজাহেদুল ইসলাম আরও বলেন, ‘মৃতের শরীরে কিছুটা পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মরদেহ যেখানে পাওয়া গেছে সেখানে দুটি ছোট বোতল ছিল। এগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে মৃতের কারণ জানা যাবে।’

মোজাহেদুল বলেন, ‘প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ গুদামের দরজা ভেতর থেকে লাগানো ছিল। সেখানে দরজা ছাড়া কেউ ভেতরে যাওয়ার সুযোগ নেই।’

স্থানীয়রা বলছেন, গুদামঘরের সামনে থাকা একটি দোকান চালাতেন মোতালেব। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ঋণের চাপে ওই ব্যবসায়ী আত্মহত্যা করে থাকতে পারে। 

হালিশহরে স্থানীয় মো. বেলাল বলেন, লোকটির প্রচুর দেনা-পাওনা ছিল। অনেক মানুষ তাঁর কাছ থেকে টাকা পেতেন। তা সহ্য করতে না পেরে হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারে। তিনি পরিবার নিয়ে এখানেই থাকতেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ